ডোমারে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

- আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৮ অক্টোবর) রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া বটতলী বাজার এলাকায় এই
ঘটনা ঘটে।
নিহত ইদ্রীস আলী ওই এলাকার মৃত ছপির উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে মো. সহি কালাম বলেন, চাচাতো ভাই বাছিরুল ইসলাম(৭৫) ও প্রতিবেশী হাসিকুল ইসলাম কবিরাজের(৫০) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকালে বিরোধপূর্ণ জমির গাছকাটা নিয়ে দুই পক্ষের নতুন ঝামেলা হওয়ায়, উভয় পক্ষকে নিয়ে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা সালিশে বসেন। সালিশে গাছকাটার বিষয়টির মিমাংসা হয়। রাতে এ ঘটনাটি নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমার বাবা আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, দুই পক্ষের দীর্ঘদিনের জমির বিরোধে নতুন করে গাছকাটা নিয়ে আরো একটি গন্ডোগোল হয়। ঘটনার দিন বিকালে আমি সমাধান করে দিয়েছি। রাতে মারামারিতে ইদ্রীস আলীর মৃত্যু হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৯ অক্টোবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজন আটক আছে।