খানসামায় ১০০ নির্মাণ শ্রমিকদের নিয়ে আমার স্বপ্ন সংগঠনের যাত্রা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ১২৮ বার পড়া হয়েছে

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ১০০ নির্মাণ শ্রমিকদের নিয়ে আলোচনা সভা শেষে তাদের নিয়ে “আমার স্বপ্ন” নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে খানসামা উপজেলা প্রেসক্লাব চত্বরে পাকেরহাট হাজী ট্রেডার্সের উদ্যোগে এবং এন মোহাম্মদ কোম্পানি ও আমান সিমেন্ট এর সহযোগিতায় নির্মাণ মিস্ত্রীদের নিয়ে আলোচনা সভা ও লটারী শেষে “আমার স্বপ্ন” সংগঠনের ঘোষণা দেন পাকেরহাট হাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী এবং এন মোহাম্মদ কোম্পানির থানা ডিলার নাহিদ হাসান শাহ আশা।
এসময় উপস্থিত ছিলেন এন মোহাম্মদ কোম্পানির বিভাগীয় ডিএসএম তহিবুর রহমান, চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক বিপ্লব কুমার সিংহ, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলামসহ আমান সিমেন্ট প্রতিনিধি ও সংগঠনের শ্রমিকরা।







.gif)









