সৈয়দপুর ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়ঃ মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে সারাক্ষণ ‘দুঃস্বপ্ন’ দেখে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ এপ্রিল) লালবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবাজার পুড়ে গেছে, এ বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তদের বাজার। দুর্ভাগ্য তার আগে সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল, এর আগে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এ সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, এ সরকার উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে, নাশকতার গন্ধ পায়। আওয়ামী লীগের অবস্থা হয়েছে যে, তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এ বুঝি বিএনপি এলো, আন্দোলন করল, তারেক রহমান এলো। রাতে অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে উঠেন, চিৎকার করেন। আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দেওয়ার কিছু নেই। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভোট দিতে পারছেন না আপনারা? ভোট আগের রাতে হয়ে গেছে আর আওয়ামী লীগ সরকারে বসে গেছে। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, কথা খুব সোজা, ১৪ বছর বহু জ্বালিয়েছেন এদেশের মানুষদের। এখন আপনাদের মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। সোজাসুজি বলতে চাই, আমাদের সব কিছুকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছেন, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছেন। দয়া করে সরে পড়েন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ একটা ভোট দেক, ভোট দিয়ে মানুষ যাকে খুশি তাকে নির্বাচন করুক।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন যে, ইভিএম-ব্যালট কোনোটাই কাজে দেবে না যদি বিরোধী দল অংশ না নেয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি যে, পদত্যাগ করো আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। লালবাগের সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, লালবাগের মানুষ ঢাকার সবচেয়ে পুরনো মানুষ। আপনাদের এ এলাকায় অনেক নামকরা নেতা ছিলেন। সবশেষে আমাদের নাসিরউদ্দিন পিন্টু। আমাদের একজন ত্যাগী, সাহসী, বলিষ্ঠ নেতা ছিলেন তিনি। এ সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কাস্টডিওতে হত্যা করেছে। এরকম কাস্টডিওতে বহু লোককে হত্যা করেছে, এ এলাকায় মানুষকে হত্যা করেছে, গুম করে নিয়ে গেছে।

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ইফতারে পূর্বে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও তাঁতী দলের আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


সরকার উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়ঃ মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে সারাক্ষণ ‘দুঃস্বপ্ন’ দেখে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ এপ্রিল) লালবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবাজার পুড়ে গেছে, এ বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তদের বাজার। দুর্ভাগ্য তার আগে সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল, এর আগে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এ সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, এ সরকার উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে, নাশকতার গন্ধ পায়। আওয়ামী লীগের অবস্থা হয়েছে যে, তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এ বুঝি বিএনপি এলো, আন্দোলন করল, তারেক রহমান এলো। রাতে অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে উঠেন, চিৎকার করেন। আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দেওয়ার কিছু নেই। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভোট দিতে পারছেন না আপনারা? ভোট আগের রাতে হয়ে গেছে আর আওয়ামী লীগ সরকারে বসে গেছে। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, কথা খুব সোজা, ১৪ বছর বহু জ্বালিয়েছেন এদেশের মানুষদের। এখন আপনাদের মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। সোজাসুজি বলতে চাই, আমাদের সব কিছুকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছেন, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছেন। দয়া করে সরে পড়েন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ একটা ভোট দেক, ভোট দিয়ে মানুষ যাকে খুশি তাকে নির্বাচন করুক।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন যে, ইভিএম-ব্যালট কোনোটাই কাজে দেবে না যদি বিরোধী দল অংশ না নেয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। কেউ মানবে না। সুতরাং একটাই দাবি যে, পদত্যাগ করো আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। লালবাগের সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, লালবাগের মানুষ ঢাকার সবচেয়ে পুরনো মানুষ। আপনাদের এ এলাকায় অনেক নামকরা নেতা ছিলেন। সবশেষে আমাদের নাসিরউদ্দিন পিন্টু। আমাদের একজন ত্যাগী, সাহসী, বলিষ্ঠ নেতা ছিলেন তিনি। এ সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কাস্টডিওতে হত্যা করেছে। এরকম কাস্টডিওতে বহু লোককে হত্যা করেছে, এ এলাকায় মানুষকে হত্যা করেছে, গুম করে নিয়ে গেছে।

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ইফতারে পূর্বে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও তাঁতী দলের আবুল কালাম আজাদ।