খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে বক্তব্য দেবেন দলটির সিনিয়র নেতারাও।
সমাবেশে অংশ নিতে দুপুরের আগে থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাদের হাতে দেখা যায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও সমাবেশস্থলে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।