জলঢাকায় হাট বাজারে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন হাট বাজারে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা পরিবেশ সমিতি নেতৃবৃন্দ।
বুধবার (৭ জুন) সকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ সমিতি সভাপতি গোলাম আজম এলিছ এর নেতৃত্বে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন দোকানের মালিক ও ব্যাবসায়ী সহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ সমিতি সভাপতি গোলাম আজম এলিছ বলেন, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহন না করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসন বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে।