মঙ্গলবার থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট

- আপডেট সময় : ০৬:০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আওতায় চলাচল করা সব ধরনের বাসের টিকিট ওই দিন থেকে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নিতে সব বাস মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি ঠেকাতে পুলিশ ও বাস মালিকদের পর্যবেক্ষণ দল মাঠে কাজ করবে।
সংগঠনটির যুগ্ম সাধারণ সমপাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আমাদের সব বাস কোম্পানি আগামী ১৩ জুন একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবে যাত্রীরা। একই সঙ্গে অনলাইনেও বাসের টিকিট পাওয়া যাবে। এবার যেহেতু কোরবানির ঈদ, তাই রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে।