নীলফামারীর সৈয়দপুরের প্রধানমন্ত্রীর উপহার পেল আশ্রয়ণ প্রকল্পের ৫০০ পরিবার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদুল আযহার উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধা বঞ্চিত ৫০০ পরিবারের মাঝে চাল, শুকনা খাবার ও মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ি, ধলাগাছ ও বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ৫০০ পরিবারের সদস্যদের হাতে চাল, শুকনা খাবার তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
বিতরণকৃত মালামালের মধ্যে রয়েছে চাল ১ কেজি, চিনি এক কেজি, তেল এক লিটার, লবণ এক কেজি, ডাল এক কেজি, মুড়ি, বিস্কুট, চিড়া এক কেজি, শুকনা মরিচের গুড়া,গুঁড়ো হলুদ প্রভূতি।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পরিবারগুলোর মাঝে গরু মাংস বিতরণ করা হয়েছে।







.gif)









