নীলফামারীর কিশোরগঞ্জে নদীর পাড়ে যুবকের লাশ উদ্ধার

- আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৩৬৯ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধাইজান নদীর পাড়ে প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দিগম্বর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানা ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া কাঠের ব্রীজের কাছে নদীর পাড় থেকে রবিবার বিকালে ওই লাশটি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৩৫ বছর বয়সী যুবকের পড়নে কিছু ছিল না। কে বা কারা তাকে মেরে ফেলে বালুর মধ্যে পুঁতে রাখে। আজ সকালে কুকুর-শিয়াল তাকে বালু থেকে টেনে বের করলে তা জানাজানি হয়।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন
জানান, প্রায় সপ্তাহ খানেক আগে মাছুয়াপাড়া বাশোপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মোর্শেদুল হক (৩৫) নিখোঁজ হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। ওই লাশটি বিকৃত হওয়ার কারণে পরিবারের লোকজন সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শীঘ্রই ক্লু বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।