সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

- আপডেট সময় : ০৩:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কে শ্যামলী পরিবহনের ধাক্কায় ১ পথচারী নিহিত, আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহত ব্যক্তি একই উপজেলার বোটলাগাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক (৪২)। তিনি স্থানীয় এক জুট মিলের শ্রমিক।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বাইপাস মহাসড়কের কামারপুকুর ধলাগাছ মতির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাসটি দ্রুত গতিতে আসছিলো। এসময় নিহত শামসুল হক (৪২) রাস্তা পার হতে গেলে বাসটি তাকে দ্রুত গতিতে ধাক্কা দেয় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশে একটি দোকানের ভিতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধারকাজ করছে। পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।