খানসামায় স্কুল পরিদর্শনে ইউএনও, ৩ শ্রেণিতে দেখা মেলেনি শিক্ষার্থীর

- আপডেট সময় : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে দুটি ক্লাশে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও ৩টি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলে নি। এ ঘটনায় ইউএনও অসন্তুষ্ট হয়ে তাঁর সরকারী ফেসবুক আইডিতে কয়েকটি ছবি শেয়ার করেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এমন চিত্র তুলে ধরেন ইউএনও মোঃ তাজ উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন।
কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারনে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।
এ বিষয়ে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষ গুলো পুরো ফাঁকা ছিল। যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা দুঃখজনক।