নীলফামারী-৪ সংসদীয় আসনে নয় প্রার্থীর মনোনয়ন দাখিল
- আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ সংসদ নির্বাচনী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সৈয়দপুর ও কিশোগঞ্জে মোট নয় জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট নয় জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সৈয়দপুর উপজেলায় সাতজন ও কিশোগঞ্জ উপজেলায় দু’জন সহ নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: জাকির হোসেন বাবুল ও বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান দুপুরের দিকে নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে দিনের বিভিন্ন সময়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম সিদ্দিক, জাসদ মনোনীত প্রার্থী আজিজুল হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল নাসের, আব্দুল হাই সরকার ও বিএনএম সমর্থিত প্রার্থী এম সাজেদুল করিম মনোনয়ন পত্র দাখিল করেন।







.gif)









