ডোমার থানার নতুন ওসি আবু সাঈদ চৌধুরী
- আপডেট সময় : ১২:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।
বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
একই দিন, ডোমার থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবীকে লালমনিরহাটের আদিতমারী থানায় বদলি করা হয়। মূলতঃ তারই স্থলাভিষিক্ত হয়েছেন নতুন ওসি আবু সাঈদ চৌধুরী।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।







.gif)









