মনির নিহতের ঘটনায় শামীম ওসমান সহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখানে পরদিন ২১ জুলাই রাতে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন