খানসামার কাচিনীয়ায় পাটের গোডাউনে আগুন, নিঃস্ব ব্যবসায়ী

- আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে পাটের গোডাউনে আগুন লেগেছে। এতে পাট ব্যবসায়ী আমিনুল ইসলাম নিঃস্ব হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনীয়া বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কাচিনীয়া বাজারের উত্তরে আঁখি ট্রেডার্সের একটি গোডাউনে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাট ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়ে।
ভুক্তভোগী পাট ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, আমি একজন মৌসুমি ও স্টক ব্যবসায়ী। গম, ভুট্টা, পাট সহ বিভিন্ন মৌসুমে বিভিন্ন পণ্য কেনা-বেচা করি। চলতি মৌসুমে আমার গোডাউনে ২ হাজার দুইশত মণ পাট স্টক করি। যার বাজারমূল্য প্রায় ৬১ লাখ টাকা।
ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সত্যিই দুঃখজনক। পাট গোডাউনে আগুন লাগায় সেই ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।