কিশোরগঞ্জে বিনামূল্যে পিপিআর টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন

মো. মারুফ হোসেন (লিয়ন)
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

মো. মারুফ হোসেন লিয়ন, নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১ টায় সদর ইউনিয়নের কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র আয়োজনে ও পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী হক বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ নূরুল আজীজ এর সভাপতিত্বে ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ মোঃ নাহিদ সুলতান ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ সময় সুদক্ষ ভ্যাক্সিনেটর কর্মী দ্বারা সহস্রাধিক ছাগলের দেহে পিপিআর টিকা প্রদান করা হয় ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ নুরুল আজীজ সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া সারাবিশ্বে খুবই জনপ্রিয়। এ ছাগলের মাংস ও চামড়া বিদেশে রপ্তানির বড় বাধা পিপিআর রোগ। আমরা ছাগলের পিপিআর রোগ নির্মূলে পিপিআর টিকা প্রদান শুরু করেছি।পর্যায়ক্রমে উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ৮০ হাজার ছাগলের দেহে বিনামূল্যে পিপিআর টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছি। আমরা ছাগলের পিপিআর রোগ নির্মূল করে বিদেশে ব্লাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ।
পিপিআর রোগের তাৎপর্য উল্লেখ্য করে ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ মোঃ নাহিদ সুলতান বলেন, ছাগল ভেড়ার পিপিআর একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। এই রোগের মৃত্যুর হার অত্যন্ত বেশি তাই রোগ প্রতিরোধে ভ্যাকসিনের কোন বিকল্প নেই। সকল খামারী ভাই বোনদের অবশ্যই তার প্রিয় ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান করতে হবে। পিপিআর রোগ মুক্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গড়তে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সোচ্ছার হতে হবে।