নীলফামারিতে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাতে হাজারো মুসল্লীর ঢল
- আপডেট সময় : ০৯:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম রাজু: নীলফামারীতে আয়োজিত তিনদিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১২ টার দিকে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনি মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।এরআগে গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।
ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, তিনদিন ব্যাপী আয়োজিত ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা এসেছেন এবারের ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করবেন। এছাড়াও একদিন আগে থেকেই এখানে উপস্থিত হন দেশের প্রতি জেলার তাবলিক জামায়াতের কমিটির সদস্যরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা।
জেলা তাবলীগ জামায়াতের আমীর প্রফেসর দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ান পেশের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হলো দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কয়েক লক্ষ লোকজন এসেছেন। শান্তিপূর্ণ ভাবে এটি শেষ হবে।
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ইজতেমা ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিলো। শান্তিপূর্ণভাবে আজকে ইজতেমা শেষ হয়েছে।







.gif)









