কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল এনসিসি কর্ণার। এছাড়াও সৌন্দর্য বদ্ধর্ন ফুল বাগান ও দন্ত বিভাগ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
আজ শনিবার (২ নভেম্বর) রাত নয় টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন। আরও উপস্থিত ছিলেন আবাসিক ডাক্তার ডাঃ বি এম তানজিমুল হক, ডাঃ মহিমা রঞ্জন রায়, ডাঃ মোঃ সাকিব ওহাব, ডাঃ আসমা আক্তার রাবু প্রমুখ।
এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুনের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। সংবর্ধনায় হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।