নীলফামারীতে ছেলের হাতে বাবা খুন

- আপডেট সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া গ্রামে জমিজমার দ্বন্ধের জেড়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রতিবেশী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাবা রবিউল ইসলাম সাবুল ( ৫০) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) তাদের বাপ-ছেলের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমার বিষয় এবং পারিবারিক বিভিন্ন বিষয়য় নিয়ে দ্বন্ধ চলছিল। ঘটনার দিন ১৩ই নভেম্বর ছেলে সিদ্দিক তার জমির কাটা ধান নিয়ে এসে বাড়ির উঠোনে একটি জায়গায় রাখতে চেয়েছিল। কিন্তু দীর্ঘদিনের পিতা পুত্রের রেষারেষির কারণে পিতা সাবুল বাড়ির উঠোনে রাখতে দিবে না বলে ছেলেকে নিষেধ করে।
এক পর্যায়ে একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাবা সাবুল ছেলেকে মারার উদ্দেশ্যে হাতে একটি ধারালো দা নিয়ে সিদ্দিককে ধাওয়া করে। ছেলে ঘড়ের দরজা আটকিয়ে প্রান বাঁচায়।
পরে ছেলে পিতার হাতের ধারালো ছুরিটি কেড়ে নিয়ে বাবা সাবুলকে এলোপাথাড়ি আঘাত করে। এতে বাবা সাবুল গুরুতর হলে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছার আগেই অঅসামী পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।