নীলফামারীতে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে ২ ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০২:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

মো. আশরাফুল ইসলাম রাজু: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ এবং ঔষধের নির্ধারিত মূল্য কর্তন করে নতুন করে নিজেই ঔষধের মোড়কের উপরে মূল্য লিখে ঔষধ বিক্রির দায়ে ২ ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে বিভিন্ন ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এমন অনৈতিক পন্থায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস এই জরিমানা নিশ্চিত করেন।
এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ,ঔষধের নির্ধারিত মূল কর্তনও দোকানে দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার নির্ধারিত ডাস্টবিন না রাখার অপরাধে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩এর ৪০(গ) এবং ৫৪ধারায় বড়ভিটা বাজারের মেসার্স মাহমুদ মেডিকেল হলের ২০ হাজার টাকা ও জাহিদ মেডিকেল স্টোরের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন- স্বাস্থ্য সচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।