নীলফামারীতে গাছের ডাল কাটতে গিয়ে যুবক নিহত

ফজল কাদির
- আপডেট সময় : ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ জেলার ডিমলা উপজেলায় গাছের ডাল কাটতে পড়ে গিয়ে মতিউর রহমান (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ আশ্রয়ন গ্রামের পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক এলাকার হাঁসমুরগী খুচরা ব্যবসায়ী ও ওই গ্রামের তবিবর রহমানের ছেলে। তার দুই সন্তান রয়েছে। ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে গাছের ডাল কাটতে গাছে ওঠেন মতিউর। এ সময় ইউক্যালিপটাস গাছের ডাল কেটে নামার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানা সুত্র মতে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।