ডোমারে গ্রাম ভিত্তিক নিরস্ত্র ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের বাছাই পর্ব অনুষ্ঠিত

মো. সাহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিনব্যাপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের বাচাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) সকাল ১০ টায় উপজেলা সাপ-রেজিস্ট্রি অফিস মাঠে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
গ্রাম ভিত্তিক নিরস্ত্র ভিডিপি মৌলিক প্রশিক্ষণের বাছাই পর্বে উপস্থিত ছিলেন, শ্রী নরেশ চন্দ্র রায়,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডোমার, আব্দুল আউয়াল উপজেলা প্রশিক্ষক ডোমার।
এসময় আরো উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন দলনেতা মোঃ মোরসালিন ইসলাম, ডোমার পৌরসভা ওয়ার্ড দলনেতা সোহাগ চৌধুরী, পৌরসভা ওয়ার্ড দলনেত্রী শারমিন আক্তার প্রমুখ।
উপজেলা কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায় বলেন আমরা গ্রাম ভিত্তিক নিরস্ত্র ভিডিপি মৌলিক প্রশিক্ষের জন্য যোগ্যতার ভিত্তিতে ৩২ জন নাড়ি ও ৩২ জন পুরুষ নির্বাচান করা হয়।