সৈয়দপুরে বিধবা বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়ায় এক বিধবা বৃদ্ধার ঘরের তীরের সাথে গলাই দড়ি লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে ওই বৃদ্ধার মরদেহ পুলিশ উদ্ধার করে।নিহত ওই বৃদ্ধার নাম গোলসান আরা (৫৫)। তিনি ওই এলাকার মৃত. লিয়াকত আলীর স্ত্রী। পরিবারের লোকজনের দাবি তিনি ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, সকালে বাড়ির লোকজনের অগোচরে তিনি ফাঁস দেয়। পরে টের পেয়ে উনাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন কুমার জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং পরে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।