নীলফামারী ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম

- আপডেট সময় : ০৬:৩৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ সংসদীয় আসনে মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম কে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং পরিচিতি করিয়ে দেন।
এসময় নীলফামারী ৪ সংসদীয় আসনে মাওলানা হফেজ আব্দুল মুনতাকিমের নাম ঘোষণা করা হলে তিনি মঞ্চে দাড়িয়ে জনসমাবেশে উপস্থিত সকলের সামনে দু’হাত তুলে অভিবাদন জানান।
উল্লেখ্য, ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে রংপুরে জনসভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম। আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের রংপুর মহানগরের আমির এ টি এম আজম খান। জনসভার মঞ্চ থেকে আগামী জাতীয় নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।