সৈয়দপুরে এস এস সি তে পাশের হার ৭৯.৭৩ জিপিএ ৫ পেল ৫৪৩ জন

- আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের দুটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- সরকারি বিজ্ঞান কলেজ ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৯৮ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৩৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৯৬। এ ছাড়া ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৪৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। এখান থেকে ২৪০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ৩৬২ জন অংশ নিয়ে পাস করে ৩৩৪ জন। ফেল করেছে ২৮ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৬৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ। এ প্রতিষ্ঠান থেকে ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০৭ জন। ফেল করেছে এক জন। ৪১ জন জিপিএ-৫ নিয়ে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ পঞ্চম। প্রতিষ্ঠানটি থেকে ১৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪২ জন। ফেল করেছে তিনজন। আর ১৮ জন নিয়ে জিপিএ-৫ নিয়ে তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ ও ১৪ জন নিয়ে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সপ্তম, ১১ জন নিয়ে সৈয়দপুর বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় অষ্টম, ১০ জন শিক্ষার্থী নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় ৯ম ও ৬ জন নিয়ে ১০ অবস্থানে রয়েছে লক্ষনপুর স্কুল এন্ড কলেজ।এছাড়া শ্বাষকান্দর ব্যাঙমারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে চার জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনজন জিপিএ-৫ পেয়েছে মুসলিম উচ্চ বিদ্যালয়। দুইজন করে জিপিএ-৫ পেয়েছে কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, হাজারিহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাঙালীপুর উচ্চ বিদ্যালয় ও সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে। এক জন করে জিপিএ-৫ পেয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রতিষ্ঠানগুলো হচ্ছে কয়াগোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কামারপুকুর উচ্চ বিদ্যালয়।