মাহেরীন নারী সমাজের জন্য অনুপ্রেরণা : আফরোজা আব্বাস

- আপডেট সময় : ০২:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

ফজল কাদির: বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জাতীয় বীর মাহেরীন চৌধুরী নারী সমাজের অনুপ্রেরণা। সন্তানকে বাঁচানোর জন্য একজন মা যা করত, একজন শিক্ষক হয়ে তিনি তাই করেছেন। মাহেরীন চৌধুরী তার শিক্ষার্থীদের রক্ষায় জীবন উৎসর্গ করে শিক্ষক জাতির মাথা উঁচু করেছেন।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর সমাধিতে জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস আরও বলেন, নিজের রক্তের সম্পর্ক না থাকলেও বাচ্চাদের প্রতি তাঁর দায়িত্ববোধ প্রমাণ করেছে, তিনি মহান ও শ্রদ্ধার। তাঁর আত্বত্যাগ এই জাতির জন্য একটি নতুন দিগন্ত সূচনা করেছে। কর্তব্য ও নিষ্ঠার অনন্য মাইলফলক।
তিনি আক্ষেপ করে বলেন, রাষ্ট্র তাঁকে সন্মামনা দেয়ার ঘোষণা দিতে দেরী করেছে, কিন্তু মালয়েশিয়া মাহেরীন চৌধুরীকে অনেক আগে সম্মান জানিয়েছে। অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই মহিয়সীকে আরো অনেক আগে মর্যদা দেওয়া উচিৎ ছিল। তাঁর সন্মান জাতীয় বীরের মতো। তবে সরকার কী দিলো না দিলো, সেটি বড় কথা নয়। মাহেরীন চৌধুরী আজ আমাদের সব সকলের হৃদয়ে ঠাঁই পেয়েছে। তাঁর আদর্শই জাতিকে পথ দেখাবে। তিনি মাহেরীন চৌধুরীর বাসভবনের সামনের সড়কটিকে শহীদ মেহরীন চৌধুরীর নামে করার প্রস্তাব তুলে ধরেন, জলঢাকা উপজেলা প্রশাসনের প্রতি।
আফরোজা আব্বাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মাহেরীনের পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক ওপেল, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ আরও অনেকে।