কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে ডাকসু,জাকসু,আসন্ন পূজা ও জাতীয় নির্বাচন বিষয়ে জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক।
আরোও উপস্থিত ছিলেন তাঁতী দলের আহবায়ক রহিদুল ইসলাম, বিএনপির ছাএবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ ৯ টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে মাঠ পর্যায়ে সক্রিয় করার তাগিদ দেন। আগামী নির্বাচনে আমরা যেন কিশোরগঞ্জে ধানের শীষের ব্যক্তিকে বিজয়ী করতে পারি, কিশোরগঞ্জে যে ভোট কাউন্ট হবে ৯০% ভোট যেন ধানের শীষে দিতে পারি আমরা এই যৌথ সভায় ওয়াদাবদ্ধ হবো এবং এই ওয়াদাবদ্ধ হয়েই আমরা নির্বাচন পর্যন্ত পূর্বে যে ১৭ বছর কষ্ট করছি সেই কষ্টটা ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরাই সফল হবো।
সভায় ডাকসু,জাকসু,শালিস নিয়ে আলোচনা এবং নির্বাচন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।