প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে – প্রকৌশলী তুহিন
- আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের উত্তরণ টেকনোলজি ইনস্টিটিউটের হলরুমে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উত্তরণ কোচিং সেন্টারের চেয়ারম্যান মুজিবুল হকের সভাপতিত্বে বিশেষ হিসেবে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক রেয়াজুল ইসলাম কালু বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ও কারিগরি জ্ঞানে দক্ষ হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করতে পারলেই আমরা উন্নত জাতি হিসেবে এগিয়ে যেতে পারব।”
তিনি আরও বলেন, “তরুণরাই জাতির সবচেয়ে বড় সম্পদ এই সম্পদকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সমন্বয় অপরিহার্য। আমি বিশ্বাস করি, উত্তরণ টেকনোলজি ইনস্টিটিউটের এই উদ্যোগ তরুণদের কর্মমুখী শিক্ষা ও আত্মনির্ভতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান সুমন সহ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এ্যাবের আহবায়ক নির্বাচিত হওয়ায় তুহিনকে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।







.gif)


