খানসামায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইউপি সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাবেক ইউপি সদস্য আঃ বাসেদ সরকার (৮৫) মারা গেছেন।
শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের দামু শাহপাড়ায় এ ঘটনা ঘটেছে।
প্রতক্ষ্যদর্শী ও মৃতের ভাতিজা আঃ মান্নান জানান, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর আশেপাশের লোকজন টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা মর্মাহত।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল করা হয়। পরিবারের আপত্তি না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।