পাঁচবিবি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধিঃ “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ আরো অনেকে। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।