৮ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ তাগাতার আটদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৬ দিন এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ও পরের সপ্তাহের শুক্রবার (০৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজার ৬ দিনের সঙ্গে আরও দুই দিন যোগ হয়ে মোট ৮ দিন বন্ধ থাকে। আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।