কিশোরগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ বিষধর সাপের কামড়ে সালেহা বেগম (৬৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন ওসমানপাড়ার মৃত্যু আব্দুল হাইয়ের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৬টার দিকে।
মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘুমিয়ে পড়ে সালেহা বেগম। রাত ৩ টায় একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। ব্যাথা না থাকায় সালেহা ও পরিবারের লোক চিকিৎসা নিতে কালক্ষেপণ করে। পরে অবস্থার
অবনতি হওয়ায় সকালে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফি মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।







.gif)









