আম্বানি পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই

- আপডেট সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ আম্বানি পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজি মন্দিরে বাগদান সেরেছেন অনন্ত ও রাধিকা মার্চেন্ট।
রাধিকা-অনন্তের সম্পর্কের কথা অনেকেরই জানা। আম্বানি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখে গেছে তাদের।
রাধিকা মার্চেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডে একজন পরিচালক হিসেবে কাজ করছেন।
অন্যদিকে অনন্ত আম্বানি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস-এর বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন পদে কাজ করেছেন।
দেড় বছরে ১০৮ কেজি ওজন কমিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেটজুড়ে শোরগোল তুলেছে অনন্ত।