“আসন্ন নির্বাচন হবে সুষ্ঠ ও শান্তিপুর্ণ: অপরাধ করে কেউ পার পাবে না”- নীলফামারী পুলিশ সুপার
- আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও শান্তিপুর্ণ। আইনশৃঙ্খলা পরিপন্থী অপরাধ করে কেউ পার পাবে না। আমরা সকলের সহযোগিতায় নীলফামারীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই”- বলেছেন নীলফামারীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মাদক কারবারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে”।
নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী “জেলা পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ী, বিক্রেতা এবং সন্ত্রাসীসহ মাদকাসক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ফলস্বরূপ, পুলিশী অভিযানে মাদক ব্যবসায়ী, বিক্রেতা, মাদকাসক্তদের অনেকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে নীলফামারী জেলার বিভিন্ন থানাসহ অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা”।
এছাড়াও, “নীলফামারী থানাসহ জেলার বিভিন্ন থানা এবং অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনী বেশ কিছু আদালত কর্তৃক দোষী সাব্যস্ত এবং দণ্ডিত ব্যক্তিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সম্প্রতি, আদালত কর্তৃক ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্বত রাখছে কাজ করছে নীলফামারী পুলিশ প্রশাসন”।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, জেলা পুলিশ প্রশাসনের কাছে এমন প্রত্যাশা করছেন নীলফামারীর সচেতন মানুষ।







.gif)









