ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ দল

- আপডেট সময় : ০৪:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শেষ হওয়ার এক দিন পরই শেষ হয়েছে ইউরোপা লিগের গ্রুপপর্বের খেলা। শেষ গেম উইকেও কয়েকটি দল শেষ ১৬ নিশ্চিত করেছে। একনজরে দেখে নেয়া যাক, কোন ১৬ দল শেষ ষোলো নিশ্চিত করেছে।
চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনায় অনেকেই ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট, ইউরোপা লিগের দিকে তেমন নজর রাখে না। তবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যখন বার্সেলোনা বাদ পড়ে ইউরোপা লিগে নেমে যায়, তখন অনেকের আগ্রহ বাড়ে এ টুর্নামেন্টের দিকে। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জাভির দল বার্সা। এ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে গেছে য়্যুভেন্তাস, আয়াক্স, সেভিয়ার মতো দল।
তবে তাদের লড়াই করতে হবে ইউরোপা লিগের গ্রুপপর্ব থেকে উঠে আসা সেরা ১৬ দলের সঙ্গে। সে ১৬ দলের মধ্যে রয়েছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, রিয়াল বেতিসের মতো দল।
শেষ ষোলো নিশ্চিত করা ১৬ দল: (প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন, দ্বিতীয় দল রানার্সআপ)
গ্রুপ এ: আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন
গ্রুপ বি: ফেনারবাহচে, রেনেস
গ্রুপ সি: রিয়াল বেতিস, রোমা
গ্রুপ ডি: ইউনিয়ন সেন্ট-গিলোইস (ইউএসজি), ইউনিয়ন বার্লিন
গ্রুপ ই: রিয়াল সোসিয়েদাদ, ম্যানচেস্টার ইউনাইটেড
গ্রুপ এফ: ফেইনুর্ড, মিডটজিল্যান্ড
গ্রুপ জি: ফ্রেইবার্গ, ন্যান্টস
গ্রুপ এইচ: ফেরেনকাভারস, মোনাকো
চ্যাম্পিয়ন্স লিগ থেকে নেমে যাওয়া ৮ দল: আয়াক্স, লেভারকুজেন, বার্সেলোনা, স্পোর্টিং সিপি, আরবি সালজবার্গ, শাখতার ডোনেটস্ক, সেভিয়া ও য়্যুভেন্তাস।