কিশোরগঞ্জে স্যানিটারি ন্যাপকিন পেল ৬০০ ছাত্রী

- আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম এলাকার বিদ্যালয়ের ৬০০ ছাত্রীকে স্যানিটারী ন্যাপকিন দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্তরে ‘স্বাস্থ্য সচেতনতায় নারীর জীবনে সুস্থতার নতুন দিশা’ স্লোগান নিয়ে ছাত্রীদের মাঝে এ স্যানিটারী ন্যাপকিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে ও শিক্ষক আফজালুল হকের সঞ্চালনায় আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ফজলার রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, প্রতিষ্ঠানের সভাপতি সাইফুন্নাহার, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জেলা পরিষদের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়। পরে হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়। হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম দিকগুলো উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন।