খানসামায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা হতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সকল সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি চিত্তরঞ্জন রায়।
থানা সূত্রে জানা যায়, গত ১৩ই সেপ্টেম্বর রায়হান কবির (২৭) তার নিজ বাড়ি থেকে বোনের বাসায় যাওয়ার পথে খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া বুধা শাহা পাড়া গ্রামের শাফিয়ার শাহ বাড়ির ৪০০ গজ দুরে ফাঁকা রাস্তার পাশে কালো মাস্ক পরিহিত তিন জন ব্যাক্তি রায়হান কবিরের কাছ থেকে বাইকটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে তিনি থানায় এজাহার দাখিল করলে থানায় একটি মামলা হয়। যার মামলা নাম্বার ৪/৮৭। মামলার পরপরই ওসি চিত্তরঞ্জন রায়ের নির্দেশে তদন্ত করে মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে এসআই দিবাকর রায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে খামারপাড়া ইউনিয়নের অন্তর্গত কালিতলা হতে কাচিনিয়াগামী পাকা রাস্তার পার্শ্বে গাড়পাড়া গ্রামের মহিমাষা বিষ্ণু মন্দিরের মাঠে অজ্ঞাত নামা আসামী ফেলে গেলে পরে থানা পুলিশ গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয় অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন বলেন, ছিনতাই এর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় তদন্ত করে অজ্ঞাত নামা আসামীদের ধরতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছিল। মোটরসাইকেলটি উদ্ধার হলেও এর সাথে জড়িতদের ধরতে আগামীতে অভিযান অব্যাহত থাকবে।







.gif)










