খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আজিজার রহমান
- আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জমির উদ্দীন শাহ্ স্কুল এন্ড কলেজে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, জমির উদ্দীন শাহ্ স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিপুণ শাহ্।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।