গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নীলফামারী বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

ফজল কাদির: নব গঠিত নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত জুলাই গণঅভ্যূত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮জুলাই) বিকালে হাজার হাজার নেতা-কর্মী মৌন মিছিলে অংশগ্রহন করেন। মিছিলটি শহরের পৌর বাজারের দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতা-কর্মী মৌন মিছিল নিয়ে প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে সমবেত হয়।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বে মিছিলে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সোহেল পারভেজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন।
এদিকে কিশোরগঞ্জ উপজেলায় বিকাল পাঁচ টায় দলীয় কার্যালয় হতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের নেতৃত্বে মৌন মিছিল বের হয়ে উপজেলার প্রধান বাজার প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক সাথী আক্তার, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক জোবায়ের ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।