গরীব ৪ কৃষকের ধান কেটে দিল লালমনিরহাট জেলা কৃষকদল
- আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

জামিল হোসেন, লালমনিরহাটঃ লালমনিরহাটে অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারা চার গরীব কৃষকের পাশে দাঁড়ালেন লালমনিরহাট জেলা কৃষকদলের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের চার কৃষকের মোট ৩ একর ১৫ শতাংশ জমির ধান কেটে দেন।
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ধানচাষি এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের চাষি আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।
ধান কাটা কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।







.gif)








