জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে দেশের মানুষের কাছে ইসি ওয়াদাবদ্ধ
- আপডেট সময় : ০৬:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে দেশের মানুষের কাছে ইসি ওয়াদাবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ সব কথা বলেন তিনি।
সিইসি বলেন, সব রাজনৈতিক দল জাতির কাছে ওয়াদা করেছে একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা। ভোটকেন্দ্রে ভোটারদের আনতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করা। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার।







.gif)










