ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ
- আপডেট সময় : ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ৪টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে ৬ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩জন জামায়াত ও ৩জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নীলফামারী ২ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ (জামায়াত) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আল-ফারুক আব্দুল লতিফ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নীলফামারী ৩ (জলঢাকা) আসনে রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী ও নীলফামারী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ওবায়দুল্লাহ্ সালাফীর পক্ষে জলঢাকা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বুধবার দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা সোমবার ডিমলা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নীলফামারী ৪ আসনে(কিশোরগঞ্জ-সৈয়দপুর) রিয়াদ সরকার রানা, এস,এম,মামুনুর রশিদ ও শাহরিয়ার ফেরদৌস স্বতন্ত্র প্রার্থী হিসাবে সৈয়দপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ১৭ ডিসেম্বর তাদেও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ যে আগামী ২০২৬ সালের ১২ ফেব্রæয়ারী ভোটগ্রহনের দিন ধার্য্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।







.gif)








