দেশে গৃহহীন কেউ থাকবে না: প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। গৃহহীন মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। এদেশের কোন মানুষ গৃহহীন ঠিকানাহীন থাকবে না।
আজ বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে সারা দেশের সব উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের মধ্যে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যে উদ্যোগটা নিয়েছি বাংলাদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। বিশেষ করে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি ২০২০ সালে, তখন আমাদের সিদ্ধান্ত ছিল এই দেশের গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেব। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না।







.gif)















