নীলফামারীতে আ.লীগের চার নেতাকর্মী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি মোঃ গোলজার হোসেন(৪৬) ,ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক এন্তাজুল হক (৬০) ও একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সহ সভাপতি আলাউদ্দিন ওরফে উদ্দিন(৪৫)।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।







.gif)








