নীলফামারীতে ক্রীড়া সামগ্রী ও বাই সাইকেল বিতরণ
- আপডেট সময় : ০১:২২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আজ বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪ ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে ক্রীড়া সামগ্রী ও জেলার ৪ নারী ফুটবলারের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়াও এসময় নীলফামারী জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা উপস্থিত ছিলেন।
নীলফামারী ক্রিকেট একাডেমি, নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি, ইলিভেন স্টার ক্রিকেট একাডেমি ও অরুণ উদয় ক্রিকেট একাডেমিকে ক্রিকেট সামগী এবং আব্দুল ওয়াহাব ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও একটি সংগঠনের মাঝে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।







.gif)








