নীলফামারীতে ছাত্রদলের কর্মী সম্মেলন

- আপডেট সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ফজল কাদির, নীলফামারীঃ নীলফামারী জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন কুমার দাস আদিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক রুবল আমিন, বিশষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।