নীলফামারীতে ভোরে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণায় অপমানে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের
দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক
ঘটনাটি ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল
ইসলাম বাট্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে
রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া গেলে কোনো প্রকার প্রমাণ ছাড়াই রোকনুজ্জামানের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। ওই রাতেই গরুর মালিক ও কতিপয় স্থানীয় প্রভাবশালী তাকে ডেকে এনে স্থানীয়ভাবে সালিশ বসায়। সালিশ চলাকালে তার কাছ থেকে জোরকরে সাদা কাগজে স্বাক্ষর নেয় শালিসকারীরা বলে অভিযোগে জানা যায়।
এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে ‘চোর’ হিসেবে ঘোষণা দেন। প্রকাশ্য এই অপমান ও মানসিক চাপে ভেঙে পড়ে রোকনুজ্জামান নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, “গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।”
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি
গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”







.gif)









