নীলফামারীতে মোবাইল বিস্ফোরণে নবম শ্রেণির ছাত্রী নিহত

ফজল কাদির
- আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

ফজল কাদির: মোবাইল চার্জে লাগিয়ে কথা বলার সময় মোবাইল বিস্ফোরণ হয়ে নীলফামারীতে তমা রাণী রায় (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ২৯ এপ্রিল) রাত ৭টার দিকে।
তমা রাণী নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী ধারার পাড় গ্রামের নেপেন্দ্র রায়ের মেয়ে এবং চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানায় মেয়েটি চার্জে মোবাইল লাগিয়ে কথা বলার সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল বিস্ফোরণ হয়ে সে অগ্নিদগ্ধ হয়। পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পথে মেয়েটির মৃত্যু হয়।