বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০২:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

আবু তাহের, বগুড়া প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় গতকাল রবিবার বেলা ১২টায় শহরে এক বর্ণাঢ্য র্যালি বের কর হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি রাসেল মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈন, মাফতুন আহমেম্মদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।