বছরের শ্রেষ্ট পদকে ভুষিত হলো আত্বগোপনে থাকা নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান

- আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ফজল কাদির: আত্বগোপনে থাকা নৌকা প্রতিকের ইউপি চেয়ারম্যানকে বছরের শ্রেষ্ট ইউপি চেয়ারম্যানের পদকে ভুষিত করেছে নীলফামারীর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ। বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভায় বিশেষ অতিথি করলেও ওই পালিয়ে থাকা ওই ইউপি চেয়ারম্যান হাজির হননি। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিশ্বব্যাপি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ নেতা ও নৌকা প্রতীকের চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশেষ অতিথি করা হয়। তিনি সভায় উপস্থিত না থাকলেও ব্যানারে বোল্ট করে তার নাম ও ছোট করে পদবী লেখা হয়েছে। এছাড়াও বর্ষসেরা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয় ওই আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যানকে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস স্টাফ ও কর্মকর্তা এ মনোনয়ন করে। এ নিয়ে উপজেলায় প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জানান, ফ্যাসিস্টের দোসর চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পুনর্বাসনের চেষ্টা করেছে। তারা তাকে বিশেষ অতিথি রেখে পরীক্ষা করছে কোন কোন রি-এ্যাক্ট হয় কিনা ?
উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ জানান, এটি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন ও আশ্রয়ের পুর্ব আভাস। এটি খুবেই দুঃখজনক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোঃ নুর আমিন বলেন, ওই চেয়ারম্যান নৌকা প্রতিকের চেয়ারম্যান ও আত্মগোপনে আছে আমার জানা ছিল না। আমার অফিস স্টাফরাও কিছু জানায়নি। ওই চেয়ারম্যান এবছর সেবায় শ্রেষ্ঠ হয়েছে। তাই চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি রাখা হয়েছে। তবে তিনি সভায় আসেননি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, তাকে কাছে পেলে আটক করা হবে।