শনিবার ডিসি-এসপিদের সাথে ইসির বৈঠক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ আগামীকাল শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইসি সচিবালয় মিলনায়তনে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন কেন্দ্র করে এ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৈঠকে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আসতে বলা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে এটিই বৃহৎ বৈঠক।
প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, ৫ নভেম্বর ফরিদপুর- ২ আসনের উপনির্বাচন ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।







.gif)







